সম্প্রতি ওয়ালটন তাদের ক্রিস্টালাইন সিরিজের অধীনে আরেকটি নতুন এসি নিয়ে এসেছে। আর এটি এই সিরিজের অধীনে একটি ১.৫ টন ক্যাপাসিটির এসি, অর্থাৎ ১৮০০০ বিটিইউ। ওয়ালটন এই টুইনফোল্ড ইনভার্টার এসিতে বাতাসের বিশুদ্ধতা রক্ষা, বাতাসকে সকল প্রকার ক্ষতিকর উপাদান থেকে রক্ষার ব্যাপারে দারুনভাবে কজ করেছে। কেননা এই এসিটির অন্যতম একটি প্রমিসিং ফিচার এর ‘ডুয়াল ডিফেন্ডার’ তথা স্মার্ট ডিফেন্ডার প্রযুক্তি।