কি খবর? আজ আমি আপনাদের দেখাবো আমি কিভাবে ইউটিউব ভিডিও এর জন্য থাম্বনেইল বানাই। পুরো ভিডিওটা দেখলে মোটামুটি উন্নত মানের থাম্বনেইল বানানো শিখে যাবেন। প্রথমেই জেনে নিই এই পদ্ধতিতে থাম্বনেইল বানাতে চাইলে যে যে বিষয়ে বেসিক নলেজ থাকা লাগবেঃ অ্যাডোবি ফটোশপ মাইক্রোসফট পেইন্ট অভ্র কিবোর্ড (ইউনিকোড এবং আনসি লেখনী পদ্ধতি) এবারে কিছু কথা বলে নিই।